আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘হাতের মুঠোয় হাজার বছর, তোমার দেখানো পথে’ এই প্রতিপাদ্য নিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬ তম জয়ন্তী উপলক্ষ্যে খোয়াজ খিজিরের বেড়া ভাসান উৎসব গুরু ভাসান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) রাতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ অঞ্চলের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার অঙ্গন, জামালপুর এই কর্মসুচির আয়োজন করে।
সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমানের নেতৃত্বে গুরু ভাসান যাত্রা শুরু হয়।
হাতে মোমবাজি প্রজ্জলন করে গান গেয়ে ভাসান যাত্রায় সবাই অংশ নেয়।
আরও পড়ুন:
গুরু ভাসান যাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড় হয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়।
এ সময় থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমান বক্তব্য রাখেন। তিনি বলেন, গুরু ভাসান একটি বিলুপ্ত প্রায় ঐহিত্য, তবে দেশের দক্ষিণাঞ্চল ও হাওর অঞ্চলে এটি এখনো প্রচলিত রয়েছে।
নাট্যাচার্য সেলিম আল দীনের জন্ম জয়ন্তীতে তার স্মরণে ও তাকে শ্রদ্ধা জানাতে দ্বিতীয়বারের মত জামালপুরে গুরু ভাসান আয়োজন করা হয়েছে।
আগামীতে আরও বড় পরিসরে গুরু ভাসান কর্মসুচি হাতে নেয়া হবে বলে তিনি জানান। পরে থিয়েটার অঙ্গনের নাট্যকর্মীরা ব্রহ্মপুত্র নদের পানিতে গুরু ভাসান ভেলা ভাসিয়ে দেয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।