আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগষ্ট) সকালে এ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ, র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
সকালে হর্টিকালচার সেন্টারের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসুচি শুরু করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এরপর শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন:
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা আ. ন. ম আশরাফুল কবীরের সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জাকিয়া সুলতানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সানোয়ার হোসেন, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিনসহ অন্যানরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দেশের মৎস্য খাত রক্ষা করতে বেশি বেশি মৎস্য উৎপাদনের পাশাপাশি পোনামাছ রক্ষা করতে হবে। প্রকৃতিকভাবে সৃষ্ট জলাশয়গুলো আমাদের রক্ষা করতে হবে যাতে দেশী মাছের সংকট সৃষ্টি না হয়। বাংলাদেশের উৎপাদিত মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। এই আয়কে ধরে রাখতে ও আয় বৃদ্ধি করতে মাছের পুষ্টির মান বাড়াতে মাছের খাদ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মাছ চাষীদের মাছের নিরাপদ খাদ্যের প্রতি গুরুত্ব দেওয়ার আহŸান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে জেলার মৎস্য খাতে অবদান রাখায় চার জন মৎস্য চাষীকে পুরষ্কার প্রদান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।