জামালপুর সংবাদদাতা: সারাদেশের ন্যায় জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৮ সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। ইউএনও এস. এম. আলমগীর মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন।
এরপর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এস. এম. আলমগীর।
আরও পড়ুন:
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল, মৎসজীবি সিতানি সমিতির স়ভাপতি মোকসেদ আলী, আদ্রা মৎস্যজীবি সমিতির সভাপতি হানিফ উদ্দিন, সফল মৎস্য চাষি সোনাহার আলি মুন্সি, বাবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ মৎস্য চাষি, মৎস্য জীবিদের পুরস্কৃত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।