রাজিবপুরে জমি সংক্রান্ত জেরে দু’গ্রুপে সংঘর্ষ আহত-১৫

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: রাজিবপুরে ঘর তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষ সহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রাজিবপুরে জমি সংক্রান্ত জেরে দু’গ্রুপে সংঘর্ষ আহত-১৫


রবিবার (১০ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ৬ টার দিকে রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের বড়াইডাঙ্গি গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় রাজিবপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। 


আহতরা হলেন, ফজলুল হক (৫০), মজিবুর রহমান (৫৫), লুৎফর রহমান (৫৬), আমির হোসেন (৫০), গোলাম মওলা (৫৫), আবু হানিফ (৬৪), রিনা খাতুন (৪০), আব্দুল হামিদ (৫৮), আরিফ (২৪), রাকিব হাসন (২০), ফেরদৌস (১৮), নুরনবী (৪০) সহ অনন্ত ১৫ জন। তাদের মধ্যে মজিবুর, লুৎফর, আমির, ফজরুল হক ও রিনাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


আরও পড়ুন:


পুলিশ, অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বড়াইডাঙ্গি গ্রামের আব্দুল হামিদ এর সাথে একই গ্রামের আব্দুর রশিদের বিনিময় জমির দলিল নিয়ে বিরোধ চলে আসছিল। 


ঘটনার দিন রবিবার সকালে ওই বিরোধপূর্ণ জমিতে আব্দুর রশিদের পক্ষে ৫০/৬০ জন লোক জোরপূর্বক ঘর তুৃলতে যায়। এতে হামিদের পক্ষের লোকজন বাধা দেয়। 


এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটির এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এঘটনায় প্রায় ১৫ জন আহত হয়। স্বজনরা তাদেরকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 



রাজিবপুর থানা অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, বড়াইডাঙ্গি গ্রামের রশিদ ও হামিদের সাথে জমি নিয়ে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় উভয়ের অভিযোগ পেয়েছি এবং তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top