জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন কার্যালয়ের উদ্ধোধন আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় শাপলা মার্কেটের দু’তলায় নতুন কার্যালয় উদ্ধোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী।
পৌর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম (সুপ্রিম কোর্ট) শাখার সদস্য এডভোকেট আমন ফেরদৌস, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, মেলান্দহ ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি আজম খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুবদল নেতা আলাল উদ্দিন আকন্দ, লিটন মিয়া, কৃষক দল সাইফুল ইসলাম এবং রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন-সাবেক ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মিস্টার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।