লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে ভোল্ট পাল্টে রাতারাতি বিএনপি এমপি মনোনয়ন প্রত্যাশী শওকত হাসান মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
![]() |
ভোল্ট পাল্টে বিএনপির প্রার্থী হওয়ায় ইসলামপুরে শওকত হাসান মিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল |
শুক্রবার বিকালে পার্থশী ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মুখশিমলা বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মুখশিমলা বাজার প্রদক্ষিণ করে পার্থশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পথসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাটের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ বুলবুল, ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত মিয়া, পৌর ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, সহ সেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ বাবু, শ্রমিক দলের সাবেক সভাপতি আঃ আজিজ প্রধান, যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী, পার্থর্শী ইউনিয়ন ছাত্রদলের নেতা প্রিন্স বাবু প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন- বঙ্গলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শওকত হাসান মিয়া আকস্মিক ভাবে ভোল্ট পাল্টে বিএনপি এমপি প্রার্থী হয়ে পোস্টার সাটিয়ে অরাজগতা সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা তাকে দোসর আখ্যা দিয়ে ইসলামপুর থেকে অবাঞ্চিত ঘোষণা করেন।
এছাড়াও জেলা বিএনপির নেতৃবৃন্দের নিকট সু-দৃষ্টি কামনা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।