জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজাসহ একরামুল হক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
![]() |
| কুড়িগ্রামে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার |
বুধবার র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ব্যবসায়ীকে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। পরে পুলিশ দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
র্যাব জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা এলাকার মাদক একরামুল হক (৪৫) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ীর শয়ন কক্ষের ওয়ারড্রব এর ভিতর থেকে ১৭ কেজি ৬শ গ্রাম গাঁজা জব্দসহ একরামুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ভ ওই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
আরও পড়ুন:
এ ব্যাপারে রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এর দায়িত্বে থাকা এস আই জাহাঙ্গীর আলম সরকার জানান, বুধবার সকালে র্যাব বাদী ফুলবাড়ী থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।