উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তঃনগর ৩টি ট্রেন বিরতির দাবিতে শিক্ষার্থী-জনতা রেল স্টেশনে সাটডাউন কর্মসুচি পালন করেছে।
মঙ্গলবার সকালে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস এর বিরতির জন্য এ কর্মসূচী পালন করা হয়। এ সময় সর্বস্তরের মানুষ এ সাটডাউন কর্মসুচিকে সমর্থন জানান।
উল্লাপাড়া রেল স্টেশন দেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এ স্টেশনে আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও ধুমকেতু এক্সপ্রেস ট্রেন বিরতির দাবিতে সর্বস্তরের ঐক্যবদ্ধ কর্মসূচী গ্রহন করেছে।
আরও পড়ুন:
এ দাবি না মানা হলে পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসুচি দেয়া হবে। তারা আরো বলেন দেশের মানুষ উল্লাপাড়াকে শিক্ষা নগরী হিসেবে চেনে।
বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা এখানে লেখা-পড়া করতে আসে। তাদের যাতায়াতের সুবিধার্থে গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনগুলো বিরতি দেয়া খুবই দরকার। এ ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অবস্থিত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।