বাংলাদেশে প্রথমবার বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু করলো গ্রামীণফোন ও রবি

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু করলো গ্রামীণফোন ও রবি। রাজধানীসহ তিন বিভাগে সেবা শুরু, আগামীতে ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনা।

বাংলাদেশে প্রথমবার বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু করলো গ্রামীণফোন ও রবি
বাংলাদেশে প্রথমবার বাণিজ্যিকভাবে ফাইভ-জি চালু করলো গ্রামীণফোন ও রবি


দেশের শীর্ষ দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড আজ সোমবার বাণিজ্যিকভাবে পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি চালু করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো ফাইভ-জির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।


রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে ফাইভ-জি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি জায়গায় রবি গ্রাহকরা ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।


রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন,

“আমরা গ্রাহক অভিজ্ঞতা যাচাই করছি এবং দেখছি ফাইভ-জি কতটা কার্যকর হচ্ছে। নেটওয়ার্ক সম্প্রসারণ নির্ভর করবে গ্রাহক অভিজ্ঞতা ও ফাইভ-জি সক্ষম ডিভাইসের সংখ্যার ওপর।”


তিনি জানান, বর্তমানে রবির প্রায় ৬০ শতাংশ গ্রাহকের হাতে ফোর-জি স্মার্টফোন রয়েছে, আর ৬-৭ শতাংশ গ্রাহকের কাছে ফাইভ-জি ফোন আছে। যেসব এলাকায় এ হার ১৫-২০ শতাংশে পৌঁছাবে, সেখানে ধাপে ধাপে ফাইভ-জি চালু করা হবে। 


আগামী বছরের শেষ নাগাদ ৮০০ থেকে ১ হাজার ফাইভ-জি সাইট তৈরি করার পরিকল্পনা রয়েছে রবির। গ্রাহকদের জন্য ফাইভ-জি ইন্টারনেটের দাম ফোর-জির মতোই থাকবে।


আরও পড়ুন:


রবির উদ্বোধনের ঘণ্টাখানেকের মধ্যে গ্রামীণফোনও তাদের ফাইভ-জি সেবা চালুর ঘোষণা দেয়। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান,


“আজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গ্রামীণফোনের নম্বর ওয়ান নেটওয়ার্ক থেকে আমরা ফাইভ-জি চালু করছি বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে।”




রবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ অন্যান্য অতিথিরা।




বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফাইভ-জির যাত্রা শুরুর মধ্য দিয়ে টেলিকম খাতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। অপারেটররা জানিয়েছে, ধাপে ধাপে সারা দেশে এ সেবা সম্প্রসারণ করা হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top