জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Chief-Advisor-Dr-Muhammad-Yunus-delivers-a-speech-in-Bengali-at-the-United-Nations
জাতিসংঘে বাংলায় ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলায় ভাষণ শুরু করেন তিনি। এ সময় বিশ্ব নেতাদের উপস্থিতিতে তিনি বাংলাদেশের অগ্রগতি, সম্ভাবনা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশের অবস্থান তুলে ধরেন।


জাতিসংঘের এমন মহতী আসরে বাংলায় ভাষণ দেওয়ার মাধ্যমে ড. ইউনূস শুধু বাংলাদেশের প্রতিনিধিত্বই করেননি, বরং বাঙালি জাতির ভাষা ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে আরও একবার সমুন্নত করেছেন। একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের চেতনা ও বাংলা ভাষার গৌরব যে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল এই ভাষণ।


ভাষণে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি বিশ্ব শান্তি ও সম্প্রীতি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তাঁর ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।


এই ভাষণ বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও গণমাধ্যম ড. ইউনূসের এই বাংলা ভাষণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এটি বাংলাদেশের জন্য এক বড় গৌরবের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


জাতিসংঘে বাংলায় ভাষণ দেওয়ার মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস প্রমাণ করেছেন, বাংলা ভাষা আন্তর্জাতিক অঙ্গনে সম্মানের সাথে প্রতিষ্ঠিত। তাঁর এই পদক্ষেপ ভবিষ্যতে আরও অনেক বাংলাদেশিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভাষায় কথা বলার অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য এই দিনটি নিঃসন্দেহে এক গৌরবময় অধ্যায় হিয়ে থাকবে।


জাতীয় নিয়ে আরও পড়ুন

৯ পুলিশ সুপার পদে রদবদল: বাংলাদেশ পুলিশের পুনর্গঠন প্রক্রিয়া

৯ পুলিশ সুপার পদে রদবদল: বাংলাদেশ পুলিশের পুনর্গঠন প্রক্রিয়া

অধ্যাপক ইউনূসের জাতিসংঘ যাত্রা: ৮০তম অধিবেশনে বাংলাদেশের বার্তা

অধ্যাপক ইউনূসের জাতিসংঘ যাত্রা: ৮০তম অধিবেশনে বাংলাদেশের বার্তা

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, সোয়া ৪ মিনিট পরপর ট্রেন: নতুন সময়সূচি ঘোষণা

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, সোয়া ৪ মিনিট পরপর ট্রেন: নতুন সময়সূচি ঘোষণা

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান

ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ

ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top