কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুরে চালিতাডাঙ্গা মহিলা কলেজের নির্বাচিত সভাপতির সংবর্ধনা |
বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব খোশলেহাজ উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ওই কলেজের অধ্যক্ষ ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী সেলিম রেজা। এরপর নবনির্বাচিত সভাপতি ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসীন রেজা বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল হাসান, সহসভাপতি সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু , সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বাবলু।
অন্যদের মধ্যে চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান বক্তব্য রাখেন। এরপর নবনির্বাচিত সভাপতির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাগরিকা খাতুন। পরে নবনির্বাচিত সভাপতি কলেজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় কলেজ পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক মন্ডলী, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
কাজিপুর নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।