জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা (নাশিদ সন্ধ্যা) ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
![]() |
মেলান্দহে নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত |
ইসলামি ছাত্র আন্দোলন ৩৪ বছর পূর্তি উপলক্ষে মেলান্দহ শাখা এর আয়োজন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব একেএম এহছানুল হক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ইসলামি ছাত্র আন্দোলন মেলান্দহ শাখার সভাপতি ইলিয়াস আহমাদ এতে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন-জামালপুর ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কবি আল আমিন রুহানী।
আরও পড়ুন:
জামালপুর-৩ আসনে ইসলামি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি জাহিদুল ইসলাম, জামালপুর ইসলামি আন্দোলনের সেক্রেটারি মাও. সুলতান মাহমুদ সিরাজী, সংগঠনের মেলান্দহ শাখার সভাপতি মাও. আনোয়ার হোসাইন, সম্পাদক মাও. মোখলেসুর রহমান এবং স্বরকলার সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু প্রমুখ।
মেলান্দহ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।