সেবা ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টাইগারদের সুপার ফোরে তুলে দিয়েছে শ্রীলঙ্কা।
![]() |
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে তুলল শ্রীলঙ্কা |
আবুধাবির জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। আর তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ রানার্স-আপ হিসেবে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
সুপার ফোরে উঠতে আফগানিস্তানকে এই ম্যাচ জিততেই হতো। বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিং নেওয়া আফগানিস্তান ৮ উইকেটে ১৬৯ রান তোলে। শেষ ওভারে মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে ৩২ রান করলেও তা যথেষ্ট হয়নি। শ্রীলঙ্কা দল ৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ তিন ম্যাচের দুটিতে জয় লাভ করে। আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেও শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে উঠার স্বপ্ন পূরণ হয় টাইগারদের। এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন।
শ্রীলঙ্কা গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, আফগানিস্তান এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
সুপার ফোরে উঠে বাংলাদেশ এখন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে লড়বে শিরোপার জন্য। আগামী ম্যাচগুলোতে বাংলাদেশ দল আরও ভালো পারফরম্যান্স করবে বলে আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি বলেন, ‘আমরা সুপার ফোরে উতরে যেতে পেরে আনন্দিত। এটি আমাদের খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও দক্ষতার ফল। আশা করি, আগামী ম্যাচগুলোতেও আমরা ভালো খেলব।’
সুপার ফোর পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই সেই ম্যাচের জন্য অপেক্ষা করতে শুরু করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।