ডিবির অভিযানে ঢাকা থেকে জামালপুরের আ’লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: রাজধানী ঢাকা থেকে জামালপুরের সাবেক পৌর কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশা (৪৩) ও নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী (২১) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

Awami-League-and-Chhatra-League-leaders-from-Jamalpur-arrested-in-DB-raid-from-Dhaka


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।  


অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশাকে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীকে ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর একটি বিশেষ টিম। 


আরও পড়ুন: 


সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তারা। 

তাছাড়া ছাত্রলীগ নেতা শাহেদ আলী নিজের চোখ বেধে তাকে অপহরণের নাটক সাজিয়ে ভিডিও ধারণ করে সেই ভিডিও তার নিজের ফেসবুক আইডিতে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করে। 

পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালায়। 


এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা গেছে, তারা ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে সরকার ও রাষ্ট্রবিরোধী মিটিং-মিছিল এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। 

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ আরও জানান, ২০২৪ সালের ১৮ নভেম্বর তারিখে জামালপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। 

এছাড়াও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ঢাকায় যে মামলা হয়েছে ওই মামলায় তাদের শ্যোন এ্যারেস্ট দেখানো হবে। 


গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা জামাল পাশা পৌর শহরের বানিয়া বাজার এলাকার সোহরাব আলীর ছেলে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহেদ আলী জামালপুর পৌরসভার বন্দেরপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে। 


সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


জামালপুর

বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ মিলেছে

বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ মিলেছে

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বকশীগঞ্জের কৃতি সন্তান আবুল ফয়েজ আলাউদ্দিন খান

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের জগ লাইট বিতরণ

বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের জগ লাইট বিতরণ

জামালপুরে দুটি ধর্ষণ মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে দুটি ধর্ষণ মামলায় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি,থানায় জিডি

ইসলামপুরের ইউএনও’র ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি,থানায় জিডি

সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top