বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অভিযান পরিচালনা করে মাহবুবর রহমান রিয়াদ(২৮) নামে এক তাঁতীলীগ নেতাকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
![]() |
বকশীগঞ্জে তাঁতীলীগের নেতা রিয়াদ গ্রেফতার |
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাহবুবুর রহমান উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খেতারচর খানপাড়া গ্রামের মো: সাদা মিয়ার ছেলে।
জানা যায়, মাহবুবুর রহমান বকশীগঞ্জ উপজেলার তাঁতীলীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক।
পূর্বের স্ত্রীর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ও একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পরে বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করেছে বকশিগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন, মাহবুর রহমান নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত ও নাশকতা মামলার আসামী, রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়, পরে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে ৩০ ইয়াবা বড়িসহ যুবক আটক

বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, দুই পুলিশ আহত, আটক-৪

বকশীগঞ্জে আম গাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু

বকশীগঞ্জে ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু!

বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে অবশেষে বিদ্যুতের আলো পেলো সরকারি প্রাথমিক বিদ্যালয়
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।