আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ২০২৫ সালের সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল ও ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারনের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
![]() |
জামালপুরে সার ডিলার নিয়োগে নতুন নীতিমালা বাতিলের দাবীতে মানববন্ধন |
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর জেলা ইউনিট এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসুচির আয়োজন করে।
জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন জামালপুর জেলা ইউনিটের সাবেক সভাপতি আজিজুল কবির হুমায়ুন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চাঁন মিয়া, আব্দুল মজিদ, ইকরামুল হক নবীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি কৃষি মন্ত্রণালয় একতরফাভাবে সার ডিলার নীতিমালা ২০২৫ খসড়াভাবে অনুমোদন দিয়েছে।
নীতিমালায় যেসব শর্ত আরোপ করা হয়েছে তাতে সার বিতরণে চরম অস্থিরতা তৈরি হবে, ক্ষতিগ্রস্থ হবে সারের ডিলার ও কৃষকরা।
ডিলারদের কমিশন যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করে ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবী জানান বক্তারা। পরে জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করেন সার ডিলারগণ।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

মেলান্দহ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর শোডাউন ও কর্মী সমাবেশ

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত

বকশীগঞ্জে সবজির দাম আকাশচুম্বী, আগাম চাষে ঝুঁকছেন কৃষক

বকশীগঞ্জে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগের পায়তারা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।