নাগেশ্বরীর গঙ্গাধর নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীর গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙ্গন কবলিত এলাকাবাসী। 

Human chain held to prevent erosion of Nageshwari's Gangadhar river




শনিবার দুপুরে কচাকাটা ইউনিয়নের মধ্য ধনীরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা জানান, এ নদীর পূর্বতীরের ধনিরামপুর, মধ্য ধনিরামপুরসহ তিনটি ওয়ার্ডের দুই কিলোমিটার ব্যাপি ভাঙ্গনে মুখে পড়ে। 

ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি, হাজার হাজার বিঘা আবাদী জমি বিলিন হয়েছে। ভাঙ্গনের হুমকিতে আছে পল্লী বিদ্যুতের সাবমেরিন ক্যাবল পয়েন্ট, বসতভিটাসহ সদ্য নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। 

মানববন্ধনে বক্তব্য দেন কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ আল-আমীন, সাবেক চেয়ারম্যান হাসেম আলী সরকার, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ অনেকে। দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণের দাবী করেন বক্তারা।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


নদী ভাঙ্গন- নিয়ে আরও পড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top