৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক

Seba Hot News : সেবা হট নিউজ
0

ঢাকা, ১২ অক্টোবর (সেবা হট নিউজ): রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাত ঘণ্টা ধরে জ্বলতে থাকা ভয়াবহ অগ্নিকাণ্ড অবশেষে নিয়ন্ত্রণে এসেছে।

Shahjalal Airport fire brought under control after 7 hours, flight operations normal
৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক




এরপর বিমান ওঠানামাও শুরু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটায় আগুন লাগার পর রাত ৯টা ১৮ মিনিটে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায়। এরপরই বিমান চলাচল শুরু হয়। রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে প্রথম।

আগুন লাগার পরপরই দেশের প্রধান এই বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। এতে হাজারো যাত্রী অস্থিরতার মধ্যে পড়েন। বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

সন্ধ্যায় অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, 'আমরা যত দ্রুত পারি এয়ারপোর্ট চালু করব। কারণ, এয়ারপোর্টে এই মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে যত দ্রুত পারি, আজ রাতের মধ্যে ফ্লাইট ওপেন করব।'


আরও পড়ুন:

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নেভানো হয়নি। ফায়ার সার্ভিসের পরিভাষায়, আগুন যখন ছড়ানো বন্ধ করা যায়, তখন বলা হয় নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভানো হলে বলা হয় নির্বাপণ। দমকল বাহিনীর কর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ করছেন।

এই অগ্নিকাণ্ডে কেউ নিহত হননি। তবে আগুন নেভাতে গিয়ে কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে বলে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানিয়েছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা স্থগিত রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

বিমানবন্দর সূত্র জানায়, আগুনে কার্গো ভিলেজের বেশ কিছু অংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত কমিটি গঠন করে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিমানবন্দরে ছুটে আসেন স্বজনদের অনেকেই। তারা আত্মীয়দের খোঁজে দুশ্চিন্তায় পড়েন। পরে কর্তৃপক্ষ জানায়, কোনো যাত্রী বা কর্মী হতাহত হয়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, আগুন নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে সব ফ্লাইট স্বাভাবিক হবে। যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের বিমান চলাচল ব্যবস্থার দুর্বলতা আবারও প্রকাশ পেল। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রধান বিমানবন্দরে এমন ঘটনা ঘটলে তা দ্রুত মোকাবিলার জন্য আরও উন্নত ব্যবস্থা নেওয়া উচিত।


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জাতীয়- নিয়ে আরও পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানার ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, একজন পলাতক: সেনাসদর
গ্রেপ্তারি পরোয়ানার ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে, একজন পলাতক: সেনাসদর
ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট land.gov.bd হ্যাক
ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট land.gov.bd হ্যাক
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের প্রতীক: প্রধান উপদেষ্টা
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের প্রতীক: প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বিশ্বজয়: ২৬ শতাংশ প্রবৃদ্ধি
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বিশ্বজয়: ২৬ শতাংশ প্রবৃদ্ধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top