শফিকুল ইসলাম: নিজাম উদ্দিন নামের (১০) বছরের এক শিশুকে রৌমারী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ৩ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
![]() |
| রৌমারী সীমান্তে আটক শিশু নিজাম উদ্দিন কে ফেরত দিলো বিএসএফ |
শিশুটিকে ফেরত চেয়ে বডারগার্ড বাংলাদেশ (বিজিবি’র) পক্ষ থেকে ভারতের বিএসএফ এর কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছিল।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে সাড়ে ৩ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নওদাপাড়া সীমান্তে।
বিজিবি, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন তার সাথীদের সাথে ১০৬৩-৬৪ নং মেইন পিলারের মাঝামাঝি নো-ম্যান্সল্যান্ডে গাছ বাগানে খেলতে ছিল। এসময় ভারতীয় মানকারচর শাহপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
আরও পড়ুন
এ ঘটনাটি মুহুর্তে ছড়িয়ে পড়লে এলাকায় আত্মংকের সৃষ্টি হয়। টহলরত বিজিবি শিশু নিজামকে ফেরত চেয়ে চিঠি দেয় বিএসএফের কাছে।
প্রায় ৩ ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ওই শিশুকে বিজিবি’র কাছে হস্তান্তর করে বিএসএফ।
ধৃত নিজাম উদ্দিন রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের জমিউল হকের ছেলে বলে জানা গেছে।
নিজাম উদ্দিন নতুনবন্দর একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম বিএসএফের হাতে আটক শিশুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী সদর কোম্পানী কমান্ডার এর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী সীমান্ত- নিয়ে আরও পড়ুন

রৌমারী সীমান্তে হলহলিয়া নদী থেকে নারীর লাশ উদ্ধার

রৌমারী সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি-উত্তেজনা

রৌমারী সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু-১ আহত-৫

রৌমারী সীমান্তে আবারো বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।