সেবা ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ এক বিবৃতিতে জানিয়েছেন, শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক।
![]() |
শহিদুল আলম: বাংলাদেশের অবিচল মনোবলের প্রতীক, প্রধান উপদেষ্টার প্রশংসায় ভাসছেন গাজা অভিযানের বীর |
গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ এক বিবৃতিতে জানিয়েছেন, শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক।
প্রধান উপদেষ্টা বলেন, '২০১৮ সালে হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ১০৭ দিন কারাবাসের যে সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা শহিদুল আলম দেখিয়েছিলেন, সেই একই চেতনা ও সাহস নিয়ে তিনি এই অভিযানে অংশ নিচ্ছেন।'
গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে অধ্যাপক ইউনূস বলেন, 'অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে।'
তিনি আরও বলেন, 'এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে।'
প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় জানান, 'আমরা শহিদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি— এখন এবং চিরকাল।'
শহিদুল আলম দীর্ঘদিন ধরে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করে আসছেন। তার আলোকচিত্রী হিসেবে কাজ আন্তর্জাতিকভাবে সমাদৃত। ২০১৮ সালে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়েছিল, যা দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কারাবাসের পরও তিনি তার কাজ অব্যাহত রেখেছেন এবং মানবতার জন্য কাজ করে যাচ্ছেন।
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গঠিত ঐতিহাসিক নৌবহরে শহিদুল আলমের অংশগ্রহণ বাংলাদেশের মানবিক মূল্যবোধের প্রতিফলন। তার এই সাহসী পদক্ষেপ দেশবাসীকে গর্বিত করেছে। প্রধান উপদেষ্টার এই বিবৃতি শহিদুল আলমের কাজ ও আদর্শকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমুন্নত করবে বলে আশা করা হচ্ছে।
মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, শহিদুল আলমের মতো ব্যক্তিত্ব দেশের জন্য গর্বের বিষয়। তার নিরাপত্তা নিশ্চিত করা এবং তার কাজে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা উচিত। তারা আশা করছেন, শহিদুল আলমের এই অভিযান গাজার মানুষের জন্য একটি নতুন আশার আলো হয়ে দেখা দেবে।
জাতীয় নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।