রাশেদুজ্জামান রনি: জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় এক ইউপি সদস্যসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
![]() |
বকশীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ আ.লীগের ৩ নেতা গ্রেফতার ও আজ সোমবার আদালতে প্রেরণ |
গতকাল রবিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং সোমবার (৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকার বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (৫০), উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের বাসিন্দা ও কামালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসামিউল হক (৪২),তিনি একজন ইউপি সদস্য বলেও জানা গেছে ও মেরুরচর ইউনিয়নের খেওয়াচর গ্রামের বাসিন্দা ও মেরুরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন (৪০)।
আটককৃতদের বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তিনজনকে গ্রেফতারের পর আজ সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
বকশীগঞ্জ নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।