বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
![]() |
| বকশীগঞ্জের ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় বকশীগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে জেলা প্রশাসক। |
বকশীগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে গত ৩ নভেম্বর লিখিত আদেশ জারি করেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ২০২৪ সালে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায় চেয়ারম্যান পদটি শুন্য হয়। পরে ১ নম্বর প্যানেল হিসেবে ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
হামিদুর রহমান ফর্সা দায়িত্ব নেওয়ার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেন ইউপি সদস্যরা।
এনিয়ে ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে প্রকাশ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। এক পর্যায়ে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচিও পালিত হয়। এতে করে পরিষদের কার্যক্রম ঝিমিয়ে পড়ে।
এমতাবস্থায় সকল ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সাকে প্যানেল থেকে সরিয়ে দিতে আবেদন করেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে জনস্বার্থে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম ৩ নভেম্বর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ প্রদান করেন।
প্রশাসককে যাবতীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করে নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসক পদে দায়িত্ব পাওয়ার পর বুধবার দুপুরে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান জানান, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক চেষ্টা করে যাবো। এসময় তিনি নিলাখিয়া ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

নিবন্ধন-প্রতীক পাওয়ায় বকশীগঞ্জে এনসিপির আনন্দ মিছিল

বকশীগঞ্জে কোরবানীর মাংস পেলো এতিমখানাসহ হিজরা ও বেদে সম্প্রদায়

বকশীগঞ্জে ইন্টারনেটে জুয়া খেলার সময় যুবক আটক

বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বকশীগঞ্জে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।