আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘ভোরের আলোয় কেটে যাক আঁধার কালো, জীবনে শান্তি বয়ে আনুক ভোরের আলো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৬শ দৌড়বিদের অংশগ্রহনে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| জামালপুরে ৬শ দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত |
শনিবার (১১ নভেম্বর) সকালে মাদারগঞ্জ উপজেলার আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মানবিক উন্নয়ন ভাবনা নামে স্বাস্থ্য সচেতনতামূলক সংগঠন এ ম্যারাথনের আয়োজন করে।
ম্যারাথনপূর্ব আলোচনা সভায় সংগঠনটির সমন্বয়কারী এনামুল হক রিপন খানের সভাপতিত্বে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, ম্যারাথনের সমন্বয়কারী রাশেদুল করিম লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আধুনিক নাগরিক জীবনে শরীরিক ব্যায়াম করার জন্য আমরা সময় পাই না।
আমরা রাতে দেরিতে ঘুমাই ও সকালে দেরি করে ঘুম থেকে উঠি। এতে করে আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিক সমস্যা দেখা দেয়। আমরা যদি নিয়মিত ৩০ মিনিট শরীরচর্চা করি তবে আমাদের শরীর ও মন ভালো থাকবে। ব্যস্ত জীবনে নিয়মিত শরীরচর্চার জন্য আমরা যেন সময় বের করতে পারি সে লক্ষ্যে এই ম্যারাথন আয়োজন করা হয়েছে।
পরে জামালপুর ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৬শ দৌড়বিদ ম্যারাথনে অংশ নেন।
মাদারগঞ্জ উপজেলার আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে বালিজুড়ি বাজার হয়ে আবার আশেক মাহমুদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে প্রায় ৭ কিলোমিটার ম্যারাথন শেষ করে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রেজিং: ২ জনকে ১ মাসের কারাদণ্ড

৭ নভেম্বর চেতনায় আগামী নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটাতে হবে

সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জামালপুরে বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে ৪ প্রার্থী একসাথে

ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থী আগমনে পথসভায় জনতার ঢল


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।