লিয়াকত হোসাইন লায়ন: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু আগমন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
| ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থী আগমনে পথসভায় জনতার ঢল |
বৃহস্পতিবার ইসলামপুর থানা মোড়ের ঐতিহাসিক বটতলা চত্বরে পথসভায় উপচে পড়া জনসমাগমে পরিণত হয়।
এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন, ধানের শীষের প্রতীক এবং ফুলের তোড়া নিয়ে নেতাকর্মীরা অংশ নেন।
বটতলা চত্বরে মনোনীত প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রার্থী সুলতান মাহমুদ বাবু এতে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ইসলামপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। বিএনপি জনগণের দল,তাই দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে করার আহ্বান জানান।
পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাবসহ স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
ইসলামপুর- নিয়ে আরও পড়ুন

ইসলামপুরে অসময়ে যমুনার ভাঙনে দিশেহারা নদী পাড়ের শতাধিক পরিবার

সুমাইয়া হত্যার বিচারের দাবীতে ইসলামপুরে সড়ক অবরোধ

ইসলামপুরে শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

ইসলামপুরে ব্রহ্মপুত্র চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদন্ড


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।