সেবা ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি (Realme) সম্প্রতি বাংলাদেশে সি৮৫ (C85) সিরিজের সবচেয়ে ওয়াটার রেজিজট্যান্ট (Water-Resistant) স্মার্টফোন রিয়েলমি সি৮৫ প্রো (Realme C85 Pro) উন্মোচন করেছে।
![]() |
| ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল Realme C85 সিরিজ |
ইন্ডাস্ট্রির সেরা আইপি৬৯ প্রো (IP69 Pro) রেটিংসহ রিয়েলমি সি-সিরিজের (Realme C-Series) এই স্মার্টফোনটি ‘মোস্ট পিপল পারফর্মিং আ মোবাইল ফোন ওয়াটার-রেজিজট্যান্স টেস্ট (Water-Resistance Test) সিমুলটেনাসলি (Simultaneously)’ শীর্ষক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করে।
ইন্দোনেশিয়ার জাকার্তায় সিলান্ডক স্পোর্টস সেন্টারে এ অসাধারণ রেকর্ড গড়া হয়। রিয়েলমি সি৮৫ (Realme C85) সিরিজের উদ্ভাবনী ওয়াটারপ্রুফিং (Waterproofing) প্রযুক্তি ও ব্যবহারকারীদের জন্য ডিউরেবল (Durable) প্রযুক্তি নিশ্চিত করতে ব্র্যান্ডটির প্রতিশ্রুতির অংশ হিসেবে এ মাইলফলক অর্জন করে রিয়েলমি (Realme)।
রেকর্ড গড়ার এই চ্যালেঞ্জে ২৮০ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে রিয়েলমি সি৮৫ (Realme C85) সিরিজের স্মার্টফোন নেন। পুলের ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকল অংশগ্রহণকারী সমন্বিত ডোমিনো-স্টাইলে (Domino-style) একসাথে তাদের ডিভাইস পানিতে ডুবিয়ে দেন।
প্রতিটি ফোন দুই মিনিট পানির নিচে রাখার পর সেগুলো তুলে নেওয়া হয়। পরবর্তীতে দেখা যায়, সবগুলো ডিভাইসই স্বাভাবিকভাবে কাজ করছিল; আর এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (Guinness World Records) আনুষ্ঠানিক মূল্যায়ন সফলভাবে সম্পন্ন হয়।
এই রেকর্ড অর্জনের মূলে ছিলো রিয়েলমি সি৮৫ (Realme C85) সিরিজের একদম নতুন আইপি৬৯ প্রো (IP69 Pro) ওয়াটার-রেজিজট্যান্স (Water-Resistance) টেকনোলাজি।
এটি রিয়েলমির এখন পর্যন্ত নিয়ে আসা সবচেয়ে আধুনিক প্রোটেকশন সিস্টেম (Protection System), যা আইপি৬৯কে (IP69K), আইপি৬৯ (IP69), আইপি৬৮ (IP68) ও আইপি৬৬ (IP66), এই চারটি ওয়াটার-রেজিজট্যান্স (Water-Resistance) স্ট্যান্ডার্ডকে অতিক্রম করে।
ডিভাইসটি ৬ মিটার পানির গভীরে ৩০ মিনিট ও ০.৫ মিটার পানির গভীরে টানা ৬০ দিনের কঠিন পরীক্ষার পরও সম্পূর্ণ সচল থেকে এই প্রযুক্তির ডিউরেবিলিটি (Durability) প্রমাণ করেছে।
পাশাপাশি, সিরিজটিতে ব্যবহৃত ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ডিভাইসটির ডিউরেবিলিটি (Durability) আরও বাড়িয়ে দিয়েছে, যা তরুণ ব্যবহারকারীদের জন্য সকল পরিস্থিতিতে সম্পূর্ণ নির্ভরযোগ্য ও দুশ্চিন্তামুক্ত থাকার অভিজ্ঞতা নিশ্চিত করে।
রিয়েলমি সি৮৫ (Realme C85) সিরিজের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Records) প্রমাণ করে যে, রিয়েলমি (Realme) বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম এমন টেকসই ও মানসম্পন্ন স্মার্টফোন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ ব্যবহারকারীদের জন্য এটি অত্যাধুনিক প্রযুক্তি ও দৈনন্দিন নির্ভরযোগ্যতার নিখুঁত সমন্বয় নিশ্চিত করে।
সম্প্রতি উন্মোচিত রিয়েলমি সি৮৫ প্রো (Realme C85 Pro) ডিভাইসটি তিনটি ভ্যারিয়েন্টে (Variant) দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির দাম মাত্র ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবির দাম মাত্র ২৪,৯৯৯ টাকা।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রিয়েলমি- নিয়ে আরও পড়ুন

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতাসহ রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

বাংলাদেশে এলো রিয়েলমি ১৫ সিরিজের তিন মডেলে এআই পার্টি ফোন

রিয়েলমি ১৫ সিরিজ - তরুণদের স্বপ্নপূরণ 'এআই পার্টি ফোন'!

প্রো ভার্সনসহ বাংলাদেশে আসছে এআই জিনি ফিচারের রিয়েলমি ১৫ সিরিজ

জমকালো আয়োজনে রিয়েলমির ‘৮২৮ ফ্যান ফেস্টিভাল’ উদযাপন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।