বকশীগঞ্জে সাবেক এমপিসহ ৫৯ জনের নামে মামলা, অজ্ঞাত ৩০০ আসামি!

Seba Hot News : সেবা হট নিউজ
0

বকশীগঞ্জ প্রতিনিধি: ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার মিছিলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপি নুর মোহাম্মদ সহ ৫৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। 

Cases filed against 59 people, including former MP, in Bakshiganj, 300 unidentified accused!
বকশীগঞ্জে সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি সহ ৫৯ জনের নামে মামলা, অজ্ঞাত ৩০০ আসামি!




এই মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ সদস্য,  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও আসামি করা হয়েছে। 
জামালপুরের বকশীগঞ্জ থানায় এই মামলাটি রুজু হয়। 

বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে ২০ নভেম্বর (বৃহস্পতিবার) মামলাটি দায়ের করেন। 

২৪ নভেম্বর (সোমবার) বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ। 

মামলার এজাহারসূত্রে জানা যায়, গত বছরের জুলাইয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন চলাকালে ১৭ জুলাই বিকাল ৩ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরে একটি মিছিল বের করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

আন্দোলন দমাতে মিছিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিসমিল্লাহ হোটেলে অগ্নিসংযোগ করেন।

পরদিনও একইভাবে সরকার পতনের লক্ষ্যে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল বের করলে নামীয় আসামিরা সহ অজ্ঞাত আরও ২শ থেকে ৩ শ ব্যক্তি আবারও হামলা ও ভাঙচুর চালায়। তাদের হামলায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। 

গত বছরের আগস্টে সরকার পতনের পর পালিয়ে যায় আওয়ামী লীগের চিহ্নিত নেতা কর্মীরা। 
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাবেক বৈষম্য বিরোধী ছাত্রনেতা ও গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে জুলাই আন্দোলনে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় ২০ নভেম্বর বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় বকশীগঞ্জ- দেওয়ানগঞ্জ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি নুর মোহাম্মদ, তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, জহুরা বোগম, জেলা পরিষদের সাবেক সদস্য শিলা সারোয়ার, জয়নাল আবেদীন, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল তালুকদার, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাবেক এমপি আবুল কালাম আজাদের এপিএস মোস্তাফিজুর রহমন বিপ্লব ও ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া সহ ৫৯ জন নামীয় ও অজ্ঞাত ২০০ থেতে ৩০০ জনকে আসামি করা হয়। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ, ২৪ নভেম্বর (সোমবার) মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এই মামলায় তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে। 


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন
জাল সনদ ও দুর্নীতির আখড়ায় পরিণত বকশীগঞ্জের ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়
জাল সনদ ও দুর্নীতির আখড়ায় পরিণত বকশীগঞ্জের ভাটি খেওয়ারচর উচ্চ বিদ্যালয়
তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জে কোরআন শরীফ বিতরণ
তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বকশীগঞ্জে কোরআন শরীফ বিতরণ
জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষনা দিলেন আবদুর রউফ তালুকদার
জামালপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর ঘোষনা দিলেন আবদুর রউফ তালুকদার
লাশ হয়ে ফিরলেন বকশীগঞ্জের বিনা আক্তার!
লাশ হয়ে ফিরলেন বকশীগঞ্জের বিনা আক্তার!
বকশীগঞ্জে রিকশা চালককে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি
বকশীগঞ্জে রিকশা চালককে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top