সেবা ডেস্ক: রিয়েলমি ১৫ সিরিজে এবারের মূল আকর্ষণ হচ্ছে প্রো ভার্সন, যা দীর্ঘ সময় পর ফিরছে। ক্রেতাদের বহুল প্রত্যাশিত লেজেন্ডারি প্রো এডিশন ফোনটি ফিরে আসছে আগের চেয়ে আরো হালকা ও বোল্ডভাবে-এআই পার্টি ফোন হিসেবে ।
![]() |
প্রো ভার্সনসহ দীর্ঘ সময় পর বাজারে আসছে রিয়েলমি ১৫ সিরিজ |
তরুন্দের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারো বাংলাদেশে সাড়া ফেলতে যাচ্ছে তাদের আইকনিক ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজ লঞ্চের মাধ্যমে।
রিয়েলমি ১৫ সিরিজে (Realme 15 series) এবারের মূল আকর্ষণ হচ্ছে প্রো ভার্সন (Pro version), যা দীর্ঘ সময় পর ফিরছে। ক্রেতাদের বহুল প্রত্যাশিত লেজেন্ডারি প্রো এডিশন ফোনটি ফিরে আসছে আগের চেয়ে আরো হালকা ও বোল্ডভাবে-এআই পার্টি ফোন (AI Party Phone) হিসেবে ।
নতুন প্রজন্মের জন্য ডিজাইন করা রিয়েলমি ১৫ সিরিজে থাকছে এআই পাওয়ার্ড ফিচার (AI Powered Features), অসাধারন ক্যামেরা এবং দুর্দান্ত পারফরম্যান্সের ক্ষমতা। স্মার্টফোনের ব্যবহারকারীদের জন্য থাকছে ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট “এআই জিনি’’ (AI Genie)। এর সাহায্যে ব্যবহারকারীরা ফটোগ্রাফি থেকে শুরু করে প্রতিদিনের কাজগুলো করতে পারবেন অধিকতর দ্রুত ও স্মার্ট উপায়ে ।
ফ্ল্যাগশিপ নাম্বারের সিরিজটিতে থাকছে এআই স্মার্ট রিমোভার ২.০(AI Smart Remover 2.0), যা ব্যবহারকারীদের সিংগেল ট্যাপে ডিস্ট্রাকশন দূর করতে সাহায্য করবে। পাশাপাশি কম আলোর ফটোতে ব্রাইটনেস ও শার্পনেস বাড়াতে থাকছে এআই নাইটস্কেপ এবং এআই পার্টি মোড কালার ফিচার (AI Party Mode Color Feature)।
শোনা যাচ্ছে, রিয়েলমি ১৫ সিরিজ ভিন্ন ভিন্ন মার্কেট সেগমেন্টের জন্য একাধিক ভার্সনে লঞ্চ হবে। ফলে পূর্বের তুলনায় ক্রেতারা পাবে বেশি চয়েসের সাথে বেশি স্টাইল।
অ্যামোলেড ডিসপ্লে ও এআই ড্রাইভেন ফিচারের (AI Driven Feature) এই সিরিজ তরুণ স্মার্টফোন প্রেমীদের জন্য তৈরি করতে যাচ্ছে এক নতুন স্ট্যান্ডার্ড।
বহু বছর পর প্রো ভার্সন (Pro version) ফেরত আনার মাধ্যমে রিয়েলমি ১৫ সিরিজ (Realme 15 series) স্মার্টফোনকে নতুন দৃষ্টিতে তুলে ধরছে। শুধু পারফরম্যান্সের ক্ষেত্রেই নয়, বরং দৈনন্দিন জীবনের প্রকৃত সৌন্দর্য ধারণে বিশ্বস্ত সঙ্গীর ভূমিকা পালন করবে।
এ্যাডভান্স ক্যামেরা, এআই ক্রিয়েটিভিটি টুলস আর আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে এই সিরিজ রিপ্রজেন্ট করছে বর্তমান তরুণ সমাজকে, যারা প্রযুক্তির পাশাপাশি সত্যিকারের অনুভূতি ও বাস্তবতাকেও সমানভাবে মূল্য দেয়।
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।