আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের নবাগত অধ্যক্ষ ও অধ্যাপক মো: শওকত আলম মীরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রক্তের বন্ধনের উপদেষ্টা ও সংগঠনের সদস্যরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
রক্তের বন্ধনের সভাপতি হাসান আলীর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: শওকত আলম মীর সকলের সাথে সংগঠনের প্রতিনিধি দল কুশল বিনিময় করেন এবং নবাগত অধ্যক্ষ সংগঠনের খোজ খবর নেন।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কলেজের অধ্যক্ষ হবেন প্রধান পৃষ্ঠপোষক এ বিষয়টি অধ্যক্ষকে অবহিত করা হয়।
তিনি সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে মানবিক কাজে সার্বিক সহযোগীতার আশ^াস দেন।
রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো: রেজাউল করিম, উপদেষ্টা সহকারী অধ্যাপক মো: আমানুল্লাহ আল মারুফ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন রক্তের বন্ধনের সহ সভাপতি ফাহরিয়া জান্নাত বৃষ্টি, সাধারণ সম্পাদক মোঃ হামিদুল হক সীমান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ মন্ডল, মাসুদ রানা, কোষাধ্যক্ষ কাওসার মিয়া, দপ্তর সম্পাদক আয়নাল হক আকাশ, কার্যনির্বাহী সদস্য আসমাউল আসিফ, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমান, সহ সভাপতি রুমানা আক্তার তৃণা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফি নয়ন, কার্যনির্বাহী সদস্য সাইফুল্লাহ, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার হটলাইন উপ কমিটির সদস্য শাহাদাত হোসেন সেলিম।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রক্তের বন্ধন- নিয়ে আরও পড়ুন

রক্তের বন্ধন ঝাউগড়া শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রক্তের বন্ধনের কার্যালয় মানবসেবার বাতিঘর হবে

রক্তের বন্ধনের সাবেক সাধারণ সম্পাদক খালেদুল ইসলামের স্মরণ সভা

জামালপুরে রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপিত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।