কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে-খাসরাজবাড়ি, মনসুরনগর, চরগিরিশ, মাইজবাড়ি এই ৪'টি ইউনিয়নের সুবিধাভোগী ২৮৭টি পরিবারকে মাথাপিছু ১৫টি করে হাঁস প্রদান করা হয়।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই হাঁস প্রদান করা হয়।
সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।
এসময়ে প্রাণিসম্পদ দপ্তর অন্যান্য কর্মচারী এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
কাজিপুর- নিয়ে আরও পড়ুন

কাজিপুর চরাঞ্চলের বিচ্ছিন্ন ছয় ইউনিয়ন নিয়ে “যমুনা উপজেলা” গঠনের দাবীতে মানববন্ধন

কাজিপুরে জাতীয় সমবায় দিবসের র্যালি ও আলোচনা

মেয়াদ শেষে সোনামুখী মেলায় প্রশাসনের উচ্ছেদ অভিযান

কাজিপুরে মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

চোখের আলো হারিয়ে জীবনের লড়াইয়ে কাজিপুরের বায়েজিদ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।