আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা

Seba Hot News : সেবা হট নিউজ
0

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ঘোষণা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন।- বাসস

National election and referendum schedule to be announced at 6 pm today
আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা




জাতীয় নির্বাচনের পাশাপাশি আজ গণভোটের তফসিলও ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সিইসির ভাষণ সম্প্রচার করা হবে। এই ভাষণের মধ্য দিয়েই দেশব্যাপী নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘটবে।

গতকাল বুধবার বিকেলেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে তাঁর ভাষণটি রেকর্ড করা সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে বিটিভি ও বাংলাদেশ বেতারের কারিগরি দল সিইসির ভাষণ রেকর্ড করে। রেকর্ড শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন।

আরও পড়ুন:


সচিব আখতার আহমেদ বলেন, “আগামীকাল (আজ) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং সেখানেই নির্বাচনের বিস্তারিত সময়সূচি তুলে ধরবেন।”

কমিশন সূত্রে আরও জানা গেছে, আদালতের পূর্ণাঙ্গ নির্দেশনা বা আদেশের কপি হাতে না পাওয়ায় আপাতত বিদ্যমান ৩০০ সংসদীয় আসনের ভিত্তিতেই তফসিল ঘোষণা করা হচ্ছে। সীমানা সংক্রান্ত কোনো জটিলতা থাকলে আদালতের নির্দেশ পাওয়ার পর তা সংশোধনের সুযোগ রাখা হয়েছে।

আজকের এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে টানটান উত্তেজনা ও আগ্রহ বিরাজ করছে। সিইসি তাঁর ভাষণে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহার এবং চূড়ান্ত ভোটগ্রহণের তারিখ ঘোষণা করবেন। এর মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের অধীনে থেকে দেশ একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দিকে চূড়ান্ত ধাপে এগিয়ে যাবে।


সূত্র: বাসস/সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জাতীয়- নিয়ে আরও পড়ুন
আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা
আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা
তফসিল ঘোষণার ঠিক আগেই পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
তফসিল ঘোষণার ঠিক আগেই পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
প্রাথমিক শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ: শীতকালীন ছুটি বাতিল, চলবে বার্ষিক পরীক্ষা
প্রাথমিক শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ: শীতকালীন ছুটি বাতিল, চলবে বার্ষিক পরীক্ষা
তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ
মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর, তৃতীয় ধাপে আরও ১৭৯ জনের প্রবেশ
মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর, তৃতীয় ধাপে আরও ১৭৯ জনের প্রবেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top