সেবা ডেস্ক: সারা বছরের কর্মব্যস্ততা শেষে শীতকালীন ছুটির অপেক্ষায় ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আর মাত্র দুদিন পরই শুরু হওয়ার কথা ছিল এই কাঙ্ক্ষিত ছুটি। কিন্তু ছুটির আগমুহূর্তে শিক্ষকদের জন্য এলো বড় দুঃসংবাদ।
![]() |
| প্রাথমিক শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ: শীতকালীন ছুটি বাতিল, চলবে বার্ষিক পরীক্ষা |
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানিয়েছে, আসন্ন শীতকালীন ছুটির একাংশ বাতিল করা হয়েছে। মূলত সাম্প্রতিক শিক্ষক আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন করতেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেসব বিদ্যালয়ে ছুটির দিনেও পরীক্ষার কার্যক্রম চালু রাখতে হবে।
কেন বাতিল হলো ছুটি?
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের ফলে দেশের অধিকাংশ স্কুলে ১, ২, ৩ ও ৪ ডিসেম্বর নির্ধারিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।
বছরের শেষ সময়ে এসে পরীক্ষা সম্পন্ন করা এবং ফলাফল প্রকাশ করা জরুরি হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে অধিদপ্তর শীতকালীন ছুটির দিনগুলো ব্যবহার করে বাকি পরীক্ষাগুলো শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।
বাতিলকৃত ছুটির সময়সূচি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নতুন নির্দেশনায় বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে পরীক্ষা বাকি রয়েছে, সেসব বিদ্যালয়ে ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্রবার ও শনিবার ব্যতীত ৩ দিন) ছুটি বাতিল করা হলো। অর্থাৎ, ১১ ডিসেম্বর থেকে শিক্ষকরা ছুটিতে যাওয়ার বদলে পরীক্ষার হলে দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “যেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিদ্যালয়ে আগামী ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে এই দিনগুলোতে স্থগিত থাকা পরীক্ষাগুলো গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো।”
বছরের শেষ দিকে সাধারণত শীতকালীন ছুটিতে শিক্ষক ও শিক্ষার্থীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পান। অনেকে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাওয়া বা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। কিন্তু হঠাৎ ছুটি বাতিলের এই সিদ্ধান্তে শিক্ষকদের সেই পরিকল্পনায় ছেদ পড়ল। একই সঙ্গে শিক্ষার্থীদেরও ছুটির আমেজ বাদ দিয়ে পরীক্ষার টেবিলে বসতে হচ্ছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সময়মতো পরীক্ষা শেষ না হলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়া এবং নতুন শিক্ষাবর্ষ শুরু করতে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই সাময়িক অসুবিধা হলেও একাডেমিক ক্যালেন্ডার ঠিক রাখতে এই পদক্ষেপ অপরিহার্য ছিল।
স্থানীয় শিক্ষা অফিসগুলোকে দ্রুততম সময়ের মধ্যে রুটিন সমন্বয় করে স্থগিত পরীক্ষাগুলো গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে আগামী কয়েকদিন স্কুল প্রাঙ্গণ ছুটির নীরবতার বদলে শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর, তৃতীয় ধাপে আরও ১৭৯ জনের প্রবেশ

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনী প্রধান

খুবই ‘ক্রিটিক্যাল’ অবস্থায় খালেদা জিয়া: যুক্ত হলেন চীনা চিকিৎসকরা, ভরসা এখন শুধুই আল্লাহ

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের ভাগ্য নির্ধারণ আজ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।