নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একই সঙ্গে ঘোষণা করা হবে গণভোটের তফসিলও।
![]() |
| আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা |
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করবেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য সিইসির ভাষণ রেকর্ড করার পর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এই ভাষণেই তিনি নির্বাচনের বিস্তারিত সময়সূচি তুলে ধরবেন।”
আরও পড়ুন:
এর আগে বুধবার বিকেল ৪টার দিকে সিইসির কার্যালয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারের কারিগরি দলের সহায়তায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়। বিষয়টি কাভার করার জন্য আগে থেকেই বিটিভি ও বেতার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছিল।
সীমানা জটিলতা ও ৩০০ আসনের তফসিল
নির্বাচন কমিশনের সামনে বাগেরহাট ও গাজীপুর জেলার সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত হাইকোর্টের সাম্প্রতিক রায় নিয়ে প্রশ্ন ছিল। হাইকোর্টের রায়ে বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন বহাল রাখার বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, কমিশন রায়ের খবরটি শুনেছে, তবে এখনো আদালতের লিখিত আদেশ বা রায়ের কপি তাদের হাতে পৌঁছায়নি।
আখতার আহমেদ বলেন, “আমরা সীমানা নিয়ে খবরটা পেয়েছি। তবে অ্যাডভোকেট অন রেকর্ড অথবা আদালতের আদেশ পাওয়ার পর এ বিষয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যেহেতু এখন পর্যন্ত আদালতের আদেশ আমাদের হাতে আসেনি, তাই সেটার বিষয়ে বিস্তারিত মন্তব্য না করাই ভালো।”
তিনি আরও স্পষ্ট করেন যে, আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত কমিশন বিদ্যমান ৩০০ আসনেই তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে। সচিব বলেন, “এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৩০০ সংসদীয় আসনে আগামীকাল তফসিল ঘোষণা করা হবে। কারণ, আমরা এখন পর্যন্ত আদালতের কোনো আদেশ পাইনি। আদালতের আদেশ পাওয়ার পর যদি সংশোধনের প্রয়োজন হয়, সেটাও সেভাবে করা যাবে।”
অর্থাৎ, আগামীকাল সন্ধ্যা ৬টায় যে তফসিল ঘোষণা করা হবে, তা মূলত ৩০০ আসনের ভিত্তিতেই হচ্ছে। পরবর্তীতে আদালতের নির্দেশনার আলোকে নির্দিষ্ট এলাকার তফসিলে বা সীমানায় পরিবর্তন আনার সুযোগ হাতে রাখছে কমিশন।
জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের এই ঘোষণার মধ্য দিয়ে দেশে নির্বাচনী ডামাডোল এবং আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার পথ উন্মুক্ত হতে যাচ্ছে। দেশবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকালের সিইসির ভাষণের জন্য, যেখানে নির্ধারিত হবে আগামী দিনের সরকার গঠনের সময়সূচি।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জাতীয়- নিয়ে আরও পড়ুন

তফসিল ঘোষণার ঠিক আগেই পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ: শীতকালীন ছুটি বাতিল, চলবে বার্ষিক পরীক্ষা

তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর, তৃতীয় ধাপে আরও ১৭৯ জনের প্রবেশ

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনী প্রধান


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।