শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে রিয়াজ আলী (৩) নামের এক শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের বাতারগ্রাম নামক এলাকায় এঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে বাতারগ্রাম এলাকায় বাবা সহ শিশুটি রৌমারী টু ঢাকা মহাসড়ক পার হইতে ছিল। এসময় অপর দিক থেকে আসা একটি অটোবাইক শিশুটিকে চাপা দেয়। শিশুটির মাথায় ও শরীরে প্রচন্ড আঘাত পায় এবং সে অচেতন হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত শিশু উপজেলার বাতারগ্রামের আল আমিনের ছেলে বলে জানা গেছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে শ্বাশুড়িকে কুপিয়ে আহত করলো জামাই

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

রৌমারীতে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগিনার মৃত্যু

প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

পরীক্ষা বন্ধ করে গেটে তালা দেওয়ায় অভিভাবকরা হতাশায়


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।