শফিকুল ইসলাম: ২৮,কুড়িগ্রাম-৪ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে রৌমারী-রাজিবপুর ও চিলমারী উপজেলা থেকে মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
![]() |
| ২৮, কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা |
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিন সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিভিন্ন দলের প্রার্থীরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন রৌমারী উপজেলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মো. আজিজুর রহমান, জাতীয় পার্টির একেএম ফজলুল হক মন্ডল, বাংলাদেশ ইসলামী আন্দোলন (ইশা)’র মো. হাফিজুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ’র শেখ মো. আব্দুল খালেক, চিলমারী উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. রোকনুজ্জামান শাহিন, রাজিবপুর উপজেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাসদ মার্কাস’র প্রার্থী রাজু আহম্মেদ।
সংসদ নির্বাচনে এ আসনে পুরাতন ও নতুন ভোটার রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ২৭৪ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ জন ও পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৫৭৮ জন। কেন্দ্র সংখ্যা মোট ১৩০ টি, কক্ষ সংখ্যা রয়েছে মোট ৭৯৮ টি।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রৌমারীতে বিষপানে বোনের মৃত্যু-ভাই অসুস্থ

রৌমারীতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রৌমারীতে অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

রৌমারীতে শ্বাশুড়িকে কুপিয়ে আহত করলো জামাই


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।