আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দীকি শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
![]() |
| জামালপুরে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ |
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে এই নোটিশ প্রদান করে।
নোটিশ সূত্রে জানা গেছে, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা- ১৪০, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী।
গতকাল (২১ জানুয়ারী) দুপুরে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারে তিনি কর্মী-সমর্থক নিয়ে মিছিল করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রাথমিকভাবে সত্য বলে পরিলক্ষিত হয়। ভোট গ্রহনের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বেই নির্বাচনি প্রচার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩, ৯ ও ১৮ এর লঙ্ঘন বলে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রতীয়মান হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন। এই অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তা আগামী ২৫ জানুয়ারী সকাল ১১ টায় কমিটির কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে নির্দেশ প্রদান করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

জামালপুরে নির্বাচনী প্রচারণা শুরু

জামালপুরে ৩০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ, প্রতীক গ্রহণ করেননি এক স্বতন্ত্র প্রার্থী

জামালপুরে শিশু হত্যার দায়ে একজনকে ১০ বছরের আটকাদেশ

ইসলামপুরে যমুনা দূর্গম চর থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের সংবর্ধনা


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।