বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেয়ার বিষয়ে বৈঠকের বসতে রাজি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে থিন কো কো স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পাঠিয়েছেন।
মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে থিন কো কো স্বাক্ষরিত চিঠিটি মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পাঠিয়েছেন।
কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান জানান, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে থিন কো কো স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পাঠিয়েছেন। চিঠিতে নায়েক রাজ্জাককে ফেরতের বিষয় নিয়ে পতাকা বৈঠকের জন্য দিন, তারিখ নির্ধারণের পাশাপাশি পাঁচ সদস্যের বিজিবির প্রতিনিধি দলে কারা থাকবেন তা জানাতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বৈঠক অনুষ্ঠিত হবে মিয়ানমারের মংডু শহরে।
গত ১৭ জুন নায়েক রাজ্জাক মিয়ানমারের বিজিপির হাতে অপহৃত হন।