শ্রীলঙ্কান
ক্রিকেট লিজেন্ট সাঙ্গকারা ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় নিতে
চলেছেন। আগামী আগস্টে ভারতের বিপক্ষে সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়
জানাবেন তিনি।
কলম্বোতে
পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের সময় সাংবাদিকদের সাঙ্গাকারা বলেন,
‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সময়টা আমার এসেই গেছে।’
তিনি
বলেন, ‘বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি বিদায় বলার কথা
ছিল আমার । কিন্তু তখন আরও চারটি টেস্ট খেলার জন্য অনুরোধ করা হয়। সেই
অনুরোধেই আরও কয়েক দিন টেস্ট খেলে যাওয়ার সিদ্ধান্ত নিই।
অনুরোধের
ফলশ্রুতিতে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন টেস্টের সিরিজের দুটিতে তিনি
খেলবেন। তবে ওই সিরিজের সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি। অবসরের
ক্রান্তিলগ্নে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টটিও খেলবেন না
সাঙ্গাকারা।