বাজেট-উত্তর ইফতারে প্রধানমন্ত্রীর যোগদান

S M Ashraful Azom
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আয়োজিত বাজেট-উত্তর ইফতার মাহফিলে যোগ দেন।

মঙ্গলবার সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছলে অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে ইফতারের বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। গণভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের অন্যান্য শহীদ এবং স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের বিদেহী আত্মার শান্তিও কামনা করা হয়।

ইফতারে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

পাশাপাশি অ্যাটর্নি জেনারেল, শিক্ষাবিদ, সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী নেতা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও ইফতারে যোগ দেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top