প্রাণহানির দায়ভার সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে: সুরঞ্জিত

S M Ashraful Azom
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার দায়ভার একমাত্র সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে। এ নিয়ে সরকার কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

শুক্রবার দুপুরে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠনের ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দুর্ঘটনায় ঈদে ঘরে ফেরা মানুষের এমন ক্ষয়ক্ষতি মেনে নেয়া যায় না। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দেয়ায় সাধুবাদ জানিয়ে তিনি আরো বলেন, গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়া কোর্টে গেছেন। শুধু যাওয়া পর্যন্তই যে শেষ, তা নয়। তিনি আইনের প্রতি শ্রদ্ধ রেখে কোর্টে বসেছেনও। দেরিতে হলেও তিনি আইনের প্রতি আস্থা রাখতে পেরেছেন। তিনি বুঝেছেন এ সরকার বিচার কাজ সঠিকভাবেই করে।’

সংগঠনের সভাপতি ড. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top