দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করাই লক্ষ্য : মাশরাফি

S M Ashraful Azom
পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয় এখন স্মৃতি, তারপরও সেই স্মৃতি এখনো টাটকা বাংলাদেশের কাছে। তাই ঐ দু’টি সিরিজ থেকেই নিজেদের আত্মবিশ্বাসের ভান্ডারটা ভরপুর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভালো করার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘পাকিস্তান-ভারতের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডে সিরিজে ভালো করাই প্রধান লক্ষ্য।’

দেশের মাটিতে গত এপ্রিলে পাকিস্তানকে তিন ম্যাচের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর জুনে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। এইসব অর্জন স্মৃতির পাতায় চলে গেলেও, বাংলাদেশের কাছে এগুলো এখনো টাটকা। কারণ ঐ দু’সিরিজ থেকে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ।

ঐ দু’সিরিজের আত্মবিশ্বাসটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কাজে লাগিয়ে ভালো ফল করতে উন্মুখ বাংলাদেশ বলে জানালের দলের দলপতি মাশরাফি, ‘পাকিস্তান ও ভারতের বিপক্ষে শেষ দু’সিরিজে আমরা দারুন পারফরমেন্স করেছি। ঐ দু’সিরিজের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ভালো পারফর্ম করতে পারলে সিরিজ জয় সম্ভব হবে। তবে দক্ষিণ আফ্রিকা অনেক শক্তিশালী দল। তাই তাদের বিপক্ষে তিন বিভাগেই আমাদের ভালো পারফরমেন্স করতে হবে।’

তিন বিভাগেই ভালো করার কথা বলেছেন মাশরাফি। এজন্য সবার আগে নিজেদের পরিকল্পনাগুলো ম্যাচে ভালোভাবে বাস্তবায়ন করার কথাও জানালেন ম্যাশ, ‘তিন বিভাগ নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। তাই তিন বিভাগেই পরিকল্পনাগুলোর বাস্তবায়ান করতে হবে আমাদের। পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়ন হলে জয় পাওয়া সম্ভব। আমাদের সেরা খেলার ব্যাপারেই অনেক বেশি মনোযোগী হতে হবে। তবে ফল আমাদের অনুকূলে আসবে।’ - বাসস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top