জন-তিশার ‘পে ব্যাক’

S M Ashraful Azom
ব্ল্যাক ব্যান্ডের জন ও অভিনেত্রী তিশা ‘পে ব্যাক’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। মাবরুর রশিদ বান্নার রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের দিন রাত ৯টা ২০ মিনিটে।
নাটকে দেখা যাবে জন কর্পোরেট চাকুরে। অফিস থেকে তাকে একটা বিগ প্রজেক্ট প্লানিং দেওয়া হয়। একসময় তার চাকরি চলে যায়। তিশা তার প্লানিং পছন্দ করে নিজের অফিসে চাকরি দেয়। গড়ে ওঠে বন্ধুত্ব। এক সময় তিশাকে প্রেমের প্রস্তাব দেয় জন। কিন্তু সাড়া দেয় না তিশা। জন এ জন্য দায়ী। বেরিয়ে আসে জনের অন্য গল্প।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top