সংসদ কর্মকর্তাদের জন্য ট্যাবলেট পিসি হস্তান্তর

S M Ashraful Azom
সারা দেশে সরকারি কর্মকর্তাদের মাঝে প্রায় ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণের অংশ হিসেবে বুধবার জাতীয় সংসদের কর্মকর্তাদের জন্য ট্যাবলেট পিসি প্রদান করা হয়। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
 
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ ভবন কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক স্পিকারের কাছে ১৪৫টি ট্যাবলেট পিসি হস্তান্তর করেন।
 
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেস-২ (ইনফো-সরকার) প্রজেক্টের প্রকল্প পরিচালকসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top