ব্রাজিলের কোচ হতে চেয়েছিলেন গার্দিওলা!

S M Ashraful Azom
বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেস জানিয়েছেন, গত ফুটবল বিশ্বকাপে বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। তিনি ব্রাজিলকে শিরোপা জয়ী করেত চেয়েছিলেন। ইএসপিএন ব্রাজিলকে দেয়া এক সাক্ষাত্কারে এমন কথাই বলেছেন আলভেস।
আলভেস বলেছেন, পেপ বলেছিল, সে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করাতে চায়। আমাদের বিশ্বচ্যাম্পিয়ন করানোর জন্য পুরো পরিকল্পনাও সে সাজিয়েছিল। কিন্তু তারা (ব্রাজিল ফুটবল ফেডারেশন) এটা চাইনি। কারণ, তারা বলেছিল, তারা জানে না, ব্রাজিল একজন বিদেশি কোচকে মেনে নেবে কিনা।
এই গার্দিওলা বার্সেলোনাকে চার বছরে বার্সেলোনাকে দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৪টি শিরোপা জেতান। ২০১২ সালে দায়িত্ব ছেড়ে বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন।
৪৪ বছর বয়স গার্দিওলাকে ‘সেরা কোচ’ আখ্যা দিয়েছেন আলভেস। তার ভাষ্যে, গার্দিওয়াল ফুটবলে বিপ্লব ঘটিয়েছে; দলে বিপ্লব ঘটিয়েছে এবং তাকে নিজেদের সঙ্গে পাওয়ার সুযোগ আমরা পেয়েছিলাম। এমন একটা সুযোগ যদি আপনি চলে যেতে দেন, তাহলে বুঝতে হবে, আপনি জাতীয় দল নিয়ে আসলেই ভাবেন না।
২০১৪ সালের বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায়। এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের স্কলারির দল নেদারল্যান্ডসের কাছে ৩-০ ব্যবধানে কারান পর পদত্যাগ করেন লুইস ফিলিপ স্কলারি। এরপর ব্রাজিলের দায়িত্ব নেন ১৯৯৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা। সূত্র: বিবিসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top