ক্রিকেট
মাঠে দুর্ঘটনায় মৃতদের তালিকায় যুক্ত হলো আরো একটি নাম। ইংল্যান্ডের
সারেতে স্থানীয় লিগে বুকে বলের আঘাতে মারা গেছেন তরুণ ক্রিকেটার বাভালান
পাথমানাথান।
রবিবার
লং ডিটন গ্রাউন্ডে ব্রিটিশ তামিল লিগের একটি ম্যাচে ব্যাট করার সময় বুকে
বলের আঘাত পান ২৪ বছর বয়সী পাথমানাথান। এর কিছুক্ষণ পরেই তিনি মাটিয়ে
লুটিয়ে পড়েন। পরে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়, তবে তাকে বাঁচানো যায়নি।
পাথমানাথানের
সতীর্থ এক ব্যাটসম্যান জানান, বলের আঘাত পাওয়ার পর পাথমানাথান
জানিয়েছিলেন, তিনি ঠিক আছেন। কিন্তু একটু পরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তার এই করুণ এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
খবর বিবিসি ও ডেইলি মিররের।