উত্তাল বঙ্গোপসাগর, বাগেরহাট শহর প্লাবিত হাজার হাজার মানুষ পানিবন্দি

S M Ashraful Azom
বঙ্গোপসাগর সৃষ্ট লঘুচাপের কারণে অবিরাম বৃষ্টি ও পূর্ণিমার প্রভাবে বাগেরহাট শহরের প্রধান-প্রধান সড়কসহ ৯টি উপজেলা উপজেলার কমপক্ষে ৫০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ফলে এসব এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

মঙ্গলবার রাত থেকে অবিরাম বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের পানিতে বাগেরহাট শহরের বিভিন্ন সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে অনেক ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। সাধারন মানুষ মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। বাগেরহাট শহরের অধিকাংশ এলাকার বাসা-বাড়ি পানিমগ্ন হয়ে পড়েছে। সড়ক ও জনপদ বিভাগের বাগেরহাট- খুলনা পুরাতন সড়কের যাত্রাপুর ইউনিয়নের মুচি বাড়ির মোড়ে সড়কের একাংশ মঙ্গলবার সন্ধায়  ভৈরব নদীর পানির তোড়েভেঙ্গে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়িছে। বন্ধ রয়েছে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল।





এছাড়া পানিতে বাগেরহাট সদর, কচুয়া, রামপল, মংলা, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারী. মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলার অধিকাংশ সড়কসহ বাড়ি-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানসহ কমপক্ষে ৫০টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছে।

বুধবার বিকাল পর্যান্ত সড়ক বিভাগের কোন কর্মকর্তা ঘটনাস্থলে যায়নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top