আন্তর্জাতিক একটি
সম্মেলনে অংশগ্রহণের জন্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আরমেনিয়া
যাচ্ছেন। বৃহস্পতবিার রাত সাড়ে ৯ টায় আরমেনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন
তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বাসস।
সংস্কৃতিমন্ত্রী আরমেনিয়ায় ‘কালচারাল পলিসি, পলিসি ফর কালচার : দ্য রোল অব কালচার ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন পোস্ট-২০১৫ এজেন্ডা’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। আরমেনিয়ার সংস্কৃতিমন্ত্রী হাসমিক পোগসাইয়ানের আমন্ত্রণে ১০ থেকে ১৪ জুলাই তিনি দেশটির রাজধানী ইরেভানে এ সম্মেলন অংশ নেবেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা মো. মফিদুর রহমান।
ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরমেনিয়ার স্থানীয় ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগিতায় আরমেনিয়া সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে জাতীয় ও সংখ্যালঘুদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস প্রতিরোধ, সাংস্কৃতিক সম্পত্তি সংরক্ষণের সমস্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
বিশ্বায়নের যুগে বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাদৃশ্য সন্ধান ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে নিবিড় যোগসূত্র গড়ে তোলাও সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ১৩ জুলাই সম্মেলনে ‘দ্য ফিউচার অব কালচার, কালচার অব ফিউচার’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।
এতে বাংলাদেশসহ আরমেনিয়া, মালদোভা, কাতার, পোল্যান্ড, জর্জিয়া, বেলারুশ, কম্বোডিয়া, আফগানিস্তান, শ্রীলংকা, বুলগেরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাজিকিস্তান, রোমানিয়া, রাশিয়া ও কাজাখস্তানের সংস্কৃতিমন্ত্রীরা অংশগ্রহণ করবেন।সম্মেলন শেষে আগামী ২৫ জুলাই দেশে ফিরবেন সংস্কৃতিমন্ত্রী।
সংস্কৃতিমন্ত্রী আরমেনিয়ায় ‘কালচারাল পলিসি, পলিসি ফর কালচার : দ্য রোল অব কালচার ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন পোস্ট-২০১৫ এজেন্ডা’ শীর্ষক সম্মেলনে অংশগ্রহণ করবেন। আরমেনিয়ার সংস্কৃতিমন্ত্রী হাসমিক পোগসাইয়ানের আমন্ত্রণে ১০ থেকে ১৪ জুলাই তিনি দেশটির রাজধানী ইরেভানে এ সম্মেলন অংশ নেবেন। সফরসঙ্গী হিসেবে থাকছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা মো. মফিদুর রহমান।
ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরমেনিয়ার স্থানীয় ইউনেস্কো জাতীয় কমিশনের সহযোগিতায় আরমেনিয়া সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে জাতীয় ও সংখ্যালঘুদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস প্রতিরোধ, সাংস্কৃতিক সম্পত্তি সংরক্ষণের সমস্যাদি বিষয়ে আলোচনা করা হবে।
বিশ্বায়নের যুগে বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাদৃশ্য সন্ধান ও বিভিন্ন সংস্কৃতির মধ্যে নিবিড় যোগসূত্র গড়ে তোলাও সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ১৩ জুলাই সম্মেলনে ‘দ্য ফিউচার অব কালচার, কালচার অব ফিউচার’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।
এতে বাংলাদেশসহ আরমেনিয়া, মালদোভা, কাতার, পোল্যান্ড, জর্জিয়া, বেলারুশ, কম্বোডিয়া, আফগানিস্তান, শ্রীলংকা, বুলগেরিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাজিকিস্তান, রোমানিয়া, রাশিয়া ও কাজাখস্তানের সংস্কৃতিমন্ত্রীরা অংশগ্রহণ করবেন।সম্মেলন শেষে আগামী ২৫ জুলাই দেশে ফিরবেন সংস্কৃতিমন্ত্রী।