নাশকতার চারটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
গত
সপ্তাহে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিশেষ ক্ষমতা
আইনে মিরপুর ও পল্লবী থানায় দায়ের করা চার মামলায় আপিল নিষ্পত্তি না হওয়া
পর্যন্ত রিজভীকে জামিন দেয়। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন
করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল
মো. মমতাজ উদ্দিন ফকির। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশের কোনো
হস্তক্ষেপ করে নি।
এইদকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায়কে শাহবাগ থানার একটি
মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে। প্রধান বিচারপতি
নেতৃত্বাধীন চার বিচারপতি এই আদেশ দেয়।