উচ্চ শিক্ষাস্তরে গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  ঢাকা, ১১ এপ্রিল, ২০১৬ (বাসস) : ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উচ্চশিক্ষাস্তরে গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শিখন ও পাঠদান পদ্ধতির সর্বোত্তম অনুশীলন শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ ইউজিসি মিলনায়তনে অনুষ্ঠিত ‘বেস্ট প্রাক্টিসেস অব টিচিং এন্ড লার্নিং ইন হায়ার এডুকেশন থ্রো রিসার্চ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ইউজিসি ও অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনির্ভাসিটির যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
একবিংশ শতাব্দীতে উচ্চশিক্ষাস্তরে গুণগত মানসম্পন্ন শিক্ষার জন্য জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় গবেষণাভিক্তিক শিখন ও পাঠদান পদ্ধতি খুবই জরুরি। বর্তমান বিশে^র সাথে তাল মিলিয়ে চলতে হলে জ্ঞান-বিজ্ঞানের এসব শাখায় উপযুক্ত এবং সময়োপযোগী অনুশীলনের কোন বিকল্প নেই।
এতে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারী ফেডেরিক জিনজিন ও অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনির্ভাসিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. শেরম্যান ইয়াংসহ আরো অনেকে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যাকুয়ারি ইউনির্ভাসিটির সিনিয়র লেকচারার ড. জুলিয়ান দ্রুগান। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
ফেডেরিক জিনজিন বলেন, সম্প্রতি বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনির্ভাসিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এ দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা এগিয়ে নিতে সাহায্য করবে।
অধ্যাপক ইয়াং মূল প্রবন্ধে বলেন, শিক্ষকরা পাঠদানকালে পাঠদান পদ্ধতি যেমন গুরুত্বসহকারে নিবে, ঠিক তেমনি শিক্ষার্থীরাও বিষয়টি গুরুত্বসহকারে নিবে।
ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ডীন, ইউজিসি ও ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  - সূত্র বাসস
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top