সেবা ডেস্ক:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে কুঁচকিতে আঘাত পাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আগামী দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার আশিস নেহরা। হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বিষয়টি নিশ্চিত করেছেন।বিরাট কোহলিদের কাছে ৪৫ রানে হারের পরে ওয়ার্নার নেহরার বিষয়টি নিশ্চিত করেছেন। চেন্নাই সুপার কিংস থেকে সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেয়ার পর এটাই ছিল নেহরার প্রথম ম্যাচ। গতকালের ম্যাচে ২.১ ওভার বোলিং করার পরে তিনি আঘাত পান।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবার প্রথমবারের মত আইপিএল খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। গতকাল আইপিএলে নিজের অভিষেক ম্যাচে ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে দুটি উইকেট নেন বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার।
