বান্দরবানে মারমা সম্প্রদায়ের মাহা সাংগ্রাইং পোয়ে উৎসব শুরু

S M Ashraful Azom
0
সেবা ডেস্ক:  বান্দরবান, ১২ এপ্রিল ২০১৬, (বাসস): জেলায় আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে ৫ দিনব্যাপী ‘মাহা সাংগ্রাইং পোয়ে’ উৎসব শুরু হয়েছে।
শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
প্রায় ৪০টি গ্রাম থেকে নানাসাজে সজ্জিত শত শত নারী-পুরুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। প্রশাসন ও জনপ্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকেও বিপুল সংখ্যক লোক অংশ নেন এ শোভাযাত্রায়। রাজার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা।
উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, ৫ দিনের এ উৎসবে আরও রয়েছে- বুধবার বুদ্ধ মূর্তি ¯œান সাংগু নদীর পাড়ে, বৃহস্পতিবার পাড়ায়, পাড়ায় ও গ্রামে গ্রামে রকমারী পিঠা পুলি তৈরি ও বিতরণ, ১৫ ও ১৬ এপ্রিল রাজমাঠসহ নানাস্থানে পৃথক ভাবে মৈত্রী পানি বর্ষণ বা জল খেলি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার ৭টি উপজেলার গ্রামে গ্রামেই এসব কর্মসূচি উদযাপিত হবে পৃথকভাবে। মারমা ছাড়াও চাকমা,তংচংগ্যা,ত্রিপুরাসহ অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বৈ-সা-বি উদযাপন করে থাকেন এ সময় ভিন্ন কমসূচির মাধ্যমে।
বাংলা নববর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে গত ১০ এপ্রিল জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় প্রদর্শিত হয় অ্যাক্রোবেটিক প্রদর্শনী। অনুষ্ঠানে গুণীজন সম্মাননাও প্রদান করা হয়। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে রাজারমাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হবে কৃষি প্রযুক্তি মেলা।- সূত্র বাসস
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top